শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

By স্টার অনলাইন ডেস্ক
20 July 2022, 07:20 AM
UPDATED 20 July 2022, 13:32 PM

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টের এমপিরা তাকে নির্বাচিত করেন।

দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, বিক্রমাসিংহে ভোট পেয়েছেন ১৩৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট।

অপর প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে পেয়েছেন ৩ ভোট।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্পিকারসহ ২২৩ এমপি ভোট দিয়েছেন এবং ভোটদানে বিরত ছিলেন ২ এমপি।