ফকির আলমগীরের কুলখানি শুক্রবার

By স্টার অনলাইন রিপোর্ট
28 July 2021, 16:34 PM

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের কুলখানির আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার আসর নামাজের পর চৌধুরীপাড়া মাটির মসজিদে এই আয়োজন করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব। তিনি বলেন, 'আমার বাবার কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে সবার আসার জন্যে আমন্ত্রণ থাকল। আসতে না পারলেও নিজ বাসস্থান থেকে দোয়ার অনুরোধ রইল।'

প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর (৭১) গত ২৩ জুলাই মারা গেছেন। তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।