সাবিলা নূরের ‘রঙিলা ফানুস’

By স্টার অনলাইন রিপোর্ট
23 June 2022, 03:34 AM
UPDATED 23 June 2022, 09:59 AM

শিহাব শাহীন পরিচালিত সাবিলা নূর অভিনীত 'রঙিলা ফানুস' নাটকটি ইউটিউবে এক কোটির বেশি ভিউ হওয়ায় আসন্ন কোরবানি ঈদে 'রঙিলা ফানুস ২' নিয়ে আসছেন এই অভিনেত্রী। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব।

নাটকটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

sabila_nur_3.jpg
সাবিলা নূর। ছবি: সংগৃহীত

সাবিলা নূর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের "রঙিলা ফানুস ২" প্রথম নাটকটির মতো নারীপ্রধান। এটি হাসির গল্প। তবে এর গল্পে ভিন্নতা আছে। সব মিলিয়ে মজার একটা নাটক।'

sabila_nur_4.jpg
সাবিলা নূর: ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার ফাইল ফটো

শিহাব শাহীন ডেইলি স্টারকে বলেন, 'আগের নাটকটির মতো এটিও কমেডি। দর্শকের বিনোদনের কথা মাথায় রেখেই বানানো। সমাজের নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষের স্বপ্ন আর তা বাস্তবায়নের প্রয়াস নিয়ে এ নাটকের গল্প সাজানো হয়েছে।'

নাটকটি আসছে কোরবানি ঈদে সিএমভি'র ইউটিউব চ্যানেলে দেখা যাবে।