মা হচ্ছেন পরীমনি

By স্টার অনলাইন ‍রিপোর্ট
10 January 2022, 11:01 AM
UPDATED 10 January 2022, 17:16 PM

মা হতে যাচ্ছেন ঢালিউডর আলোচিত অভিনেত্রী পরীমনি।

আজ সোমবার বিকালে দ্য ডেইলি স্টারকে পরীমনি বলেন, 'মা হতে যাচ্ছি শিগগির। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি হাওয়ায় ভাসছি।'

বিয়ের খবর না পেয়ে আগে সন্তানের খবর কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শরিফুল রাজের সঙ্গে আমার বিয়ে হয়েছে গত বছরের ১৭ অক্টোবর।'

1.jpg
শুটিংয়ের ফাঁকে শরিফুল রাজের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত