বলিউড সিনেমায় বাঁধন

By স্টার অনলাইন রিপোর্ট
14 October 2021, 09:41 AM
UPDATED 14 October 2021, 17:45 PM

এবার বলিউড সিনেমায় দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। ভারতের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের 'খুফিয়া' সিনেমায় অভিনয় করছেন তিনি।

এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বাঁধন বলেন, 'সিনেমার শুটিং শুরু করেছি, এ মাস পুরোটাই শুটিং চলবে। মাঝে কিছুদিন বিরতি দিয়ে পরের মাসে আবার শুটিং চলবে।'

বিশাল ভরদ্বাজ তার ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আজ বৃহস্পতিবার দুপুরে লিখেছেন, 'বাংলাদেশের অভিনেত্রী বাঁধনকে পেয়ে খুবই আনন্দিত।'

 সিনেমাটিতে আরও আছেন টাবু ও আলী ফজল।

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন বাঁধন। 'রেহানা মরিয়ম নূর' সিনেমায় অভিনয়ের জন্য তার এই মনোনয়ন। অস্ট্রেলিয়ায় আগামী ১১ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এটি অ্যাপসা'র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।