জন্মদিনে পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট
25 October 2021, 09:42 AM
UPDATED 25 October 2021, 16:50 PM

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ছিল গতকাল রোববার। প্রতিবছরের মতো এবারও আয়োজন করে উদযাপিত হয়েছে তার জন্মদিন।

porimoni.jpg
পরীমনি। ছবি: সংগৃহীত

একটি পাঁচ তারকা হোটেলে জন্মদিনের আয়োজনে অতিথি তালিকায় ছিল পরিবর্তন। জন্মদিনের প্রথম প্রহরে তার নানাসহ কাছের মানুষদের নিয়ে কেক কেটেছেন।

porimoni.jpeg
নানাসহ কাছের মানুষদের নিয়ে কেক কাটছেন পরীমনি। ছবি: সংগৃহীত

দুপুরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে কিছুসময় অতিবাহিত করেছেন। রাতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নেচে গেয়ে জন্মদিন পালন করেন এই অভিনেত্রী।