৪ বছরে ডলারের বিপরীতে রুবলের মূল্য সর্বোচ্চ

By স্টার অনলাইন ডেস্ক
20 May 2022, 13:30 PM
UPDATED 20 May 2022, 20:19 PM

মার্কিন ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের মূল্য ৪ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আজ শুক্রবার। একইসঙ্গে, ইউরোর বিপরীতে রুবলের মূল্য ৭ বছরে সর্বোচ্চে অবস্থানে পৌঁছেছে। 

রুশ সংবাদমাধ্যম আরটি ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কো এক্সচেঞ্জের তথ্য অনুসারে, আজ জিএমটি সময় ৮টা ১৩ মিনিটে ১ ডলারের বিপরীতে রুশ মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৬৭ রুবল। ২০১৮ সালের মার্চের পর ডলারের বিপরীতে এটিই রুবলের সবচেয়ে শক্তিশালী অবস্থান।

অন্যদিকে, ইউরোর বিপরীতে রুবলের দাম বেড়েছে ৫ শতাংশ। ১ ইউরোর বিপরীতে রুবলের মূল্য ৬০ এর নিচে পৌঁছেছে।

এ ছাড়া, রাশিয়ার স্টক সূচকও বেড়েছে বলে জানিয়েছে আরটি।

ব্লুমবার্গের মতে, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে গত এপ্রিলে রুবলের পতন সত্ত্বেও, রুশ মুদ্রা এই বছর বিশ্বের সেরা পারফরম্যান্সের মুদ্রায় পরিণত হয়েছে।

মূলধন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, নতুন রুবল-ভিত্তিক গ্যাস পেমেন্ট স্কিম এবং এবং কর্পোরেট ট্যাক্স রুবলের দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের কিছু পদক্ষেপ এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।