যুক্তরাষ্ট্রের জরুরি ব্যবস্থা সত্ত্বেও তেলের দাম উঠল ১১০ ডলারে

By স্টার অনলাইন ডেস্ক
2 March 2022, 08:28 AM
UPDATED 2 March 2022, 14:37 PM

বিশ্বব্যাপী জ্বালানির দাম স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ৩০ সদস্য দেশের ঐকমতের পর অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছেছে।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের পর এই প্রথম ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১১০ ডলার হয়েছে।

আইইএ'র সদস্য দেশগুলো তাদের মজুদে থাকা ৬০ মিলিয়ন ব্যারেল জরুরিভিত্তিতে বাজারে ছাড়তে রাজি হওয়ার পরও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গতকাল বলেছিলেন, 'বৈশ্বিক জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।'