পূর্ব ইউক্রেনে রুশ সেনা: বিশ্ববাজারে তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ

By স্টার অনলাইন ডেস্ক
22 February 2022, 07:32 AM
UPDATED 22 February 2022, 13:46 PM

রাশিয়া পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত ৭ বছরে সর্বোচ্চ হয়েছে।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৭ ডলার ৬৬ সেন্ট হয়েছে। এটি ২০১৪ সালের সেপ্টেম্বর পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ ডলার ১৯ সেন্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকটের কারণে তেলের সরবরাহ কমে যেতে পারে এই আশঙ্কায় বিশ্ববাজারে এর দাম বাড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী দোনেৎস্ক ও লুহানস্কে অঞ্চলে 'শান্তি রক্ষায়' প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠানোর ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে।

রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত তেল ও শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক বাজার বিশ্লেষণ সংস্থা ওয়েস্টপ্যাক'র প্রধান রবার্ট রিনি ফাইন্যানশিয়াল টাইমসকে বলেছেন, 'আসলে আমরা সংবাদের শিরোনাম নিয়ে ব্যবসা করছি। গত কয়েক ঘণ্টা ধরে সংবাদ শিরোনামগুলো অশুভ ইঙ্গিত দিচ্ছে।'

এ দিকে, সুইজারল্যান্ডভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাইটল'র প্রধান নির্বাহী রাসেল হার্ডি অয়েল প্রাইজ ডট কমকে বলেছেন, 'তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে।' এই দাম অনেকদিন থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।