৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি করলেন ইলন মাস্ক

By স্টার অনলাইন ডেস্ক
26 April 2022, 05:45 AM
UPDATED 26 April 2022, 12:47 PM

অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় ঘটে গেছে সবচেয়ে বড় লেনদেন। টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও কিনে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটি।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি সই করেছেন।

এতে আরও বলা হয়, প্রথমে টুইটার কোম্পানি মাস্কের প্রস্তাবে তেমন সাড়া না দিলেও ২ সপ্তাহের কম সময়ের মধ্যে সংস্থাটির বোর্ড ৪৪ বিলিয়ন ডলারে তা বিক্রির সিদ্ধান্ত নেয়।

তবে চুক্তিটি টুইটারের শেয়ারহোল্ডারদের কাছে ভোটের মাধ্যমে অনুমোদন নিতে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চুক্তির ঘোষণা দিয়ে মাস্ক এক বার্তায় বলেন, 'গণতন্ত্রকে কার্যকর করতে বাক স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। টুইটার হচ্ছে ডিজিটাল নগর স্কয়ার যেখানে মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।'

তিনি আরও বলেন, 'আমি টুইটারকে আরও গতিশীল করতে চাই। নতুন ফিচারসের পাশাপাশি এর অ্যালগোরিদম ওপেন সোর্সে দিতে চাই। এটি আস্থা বাড়াবে, ভুয়া তথ্য প্রতিরোধ করবে।'

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৬ বছর পুরনো প্রতিষ্ঠান টুইটার এরইমধ্যে বিশ্বের অন্যতম প্রভাবশালী হয়ে উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে নানান রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে।

রাজনৈতিক কর্মীদের আশা, মাস্কের টুইটার কেনার পর এর কন্টেন্ট মডারেশন কমে আসবে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টসহ নিষিদ্ধ অ্যাকাউন্টগুলো আবার চালু হবে।

তবে মানবাধিকার কর্মীদের আশঙ্কা, অপেক্ষাকৃত শিথিল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে টুইটারে বিদ্বেষমূলক বক্তব্যের সংখ্যা বেড়ে যেতে পারে।