১০ হাজার কোটি টাকায় ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনল ৪ মোবাইল অপারেটর
রাজধানীর একটি হোটেলে বিটিআরসি এ নিলামের আয়োজন করে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিলামে দেশের ৪ টেলিকম অপারেটর সম্মিলিতভাবে ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এর মোট মূল্যমান প্রায় ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার বা ১০ হাজার ৬৪৫ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার আয়োজিত এই নিলামে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর টেলিটক কিনেছে ২ হাজার ৩০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ৩০ মেগাহার্টজ। এর জন্য দাম দিয়েছে ১ হাজার ৬৮১ কোটি টাকা।
শীর্ষ ২ অপারেটর গ্রামীনফোন ও রবি কিনেছে ২ হাজার ৬০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ। উভয় অপারেটরকে এর জন্য বিটিআরসিকে ৩ হাজার ৩৬১ কোটি টাকা করে দিতে হবে।
বাংলালিংক ২ হাজার ৩০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।
ফোর-জি ও ফাইভ-জি উভয় ধরনের সেবা দিতে কেনা এই তরঙ্গের প্রতি মেগাহার্টজের জন্য অপারেটরদের ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার (ভ্যাট ও ট্যাক্স ছাড়া) করে পরিশোধ করতে হবে।