সহনশীলতা পরীক্ষায় স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ-৩ স্মার্টফোনের সাফল্য
সম্প্রতি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন মডেল গ্যালাক্সি জেড ফ্লিপ-৩ সহনশীলতা পরীক্ষায় খুবই ভালো ফল দেখিয়েছে।
ফ্লিপ ফোন বলতে বোঝানো হয় এমন ফোন, যেগুলোকে ভাঁজ করা যায়। এই ফ্লিপ ফিচারের উপযোগিতা পরীক্ষার জন্য স্মার্টফোনটিকে মোট ৪ লাখ ১৮ হাজার বার ভাঁজ করা ও খোলা হয়েছে।
পোল্যান্ডের প্রযুক্তি রিভিউ প্রতিষ্ঠান এমআরকিবোর্ড (মিস্টার কিবোর্ড) ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ইউটিউবে লাইভস্ট্রিমের মাধ্যমে এই পরীক্ষাটি পরিচালনা করে। ৪ লাখ ১৮ হাজার ৫০৩ বার ভাঁজ করার পর ফোনের এই ফিচারে ত্রুটি দেখা দেয়। তখন আর এটি ঠিকমত খোলা ও বন্ধ করা যাচ্ছিল না। সে মুহূর্তে পরীক্ষার সমাপ্ত ঘোষণা করা হয়। তবে এতবার ফ্লিপ করার পরেও ফোনের ডিসপ্লেতে কোনো সমস্যা ছিল না। সে সময় এটি ঠিকমতো কাজও করছিল।
এই পরীক্ষা থেকে ধারণা করা হয়, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ-৩ মডেলের ফোনটি স্বচ্ছন্দে টানা ৫ বছর ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে দিনে অন্তত ১০০ বার এর ভাঁজ খোলা ও বন্ধ করা হবে। সে হিসাবে ৫ বছরে সব মিলিয়ে ২ লাখ বার এই চক্র পূরণ হবে।
ফ্লিপ ফিচারের পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ-৩ ফোনে আরও আছে একটি ৬ দশমিক ৭ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, ৮ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট মেমোরি ও ৩৩০০ এমএএইচ ব্যাটারি।

