সরোগেসি নিয়ে টুইট প্রিয়াঙ্কাকে আক্রমণ করার জন্য নয়: তসলিমা নাসরিন

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2021, 05:20 AM

লেখক তসলিমা নাসরিন জানিয়েছেন, সারোগেসিকে দরিদ্র নারীদের এক্সপ্লয়টেশানের প্রতীক হিসেবে উল্লেখ করে যে টুইট করেছেন সেখানে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার হাজবেন্ড নিক জোনাসকে আক্রমণ করার উদ্দেশ্য ছিল না। 

'সরোগেসি বিষয়ে টুইটগুলোতে সারোগেসি সম্পর্কে আমার ভিন্ন মতামত তুলে ধরা হয়েছে। প্রিয়াঙ্কা-নিকের সম্পর্কে কিছু বলা হয়নি। আমি ওই দম্পতিকে ভালোবাসি', তসলিমা তার টুইটার পোস্টে উল্লেখ করেছেন। 

তসলিমা তার ফেসবুক পোস্টে সরোগেসি নিয়ে লিখেছেন, 'সারোগেসিকে তখন মেনে নেব, যখন শুধু দরিদ্র নয়, ধনী মেয়েরাও সারোগেট মা হবে, টাকার বিনিময়ে নয়, সারোগেসিকে ভালোবেসে হবে। ঠিক যেমন বোরখাকে মেনে নেব, যখন পুরুষেরা ভালোবেসে বোরখা পরবে। মেয়েদের পতিতালয়কে মেনে নেব, যখন পুরুষেরা নিজেদের পতিত-আলয় গড়ে তুলবে, মুখে  মেকআপ করে রাস্তায় ত্রিভঙ্গ দাঁড়িয়ে কুড়ি-পঁচিশ টাকা পেতে  নারী-খদ্দেরের জন্য অপেক্ষা করবে। তা না হলে সারোগেসি, বোরখা, পতিতাবৃত্তি রয়ে যাবে নারী এবং দরিদ্রকে এক্সপ্লয়টেশানের প্রতীক হিসেবে।'

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সারোগেসির মাধ্যমে তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই টুইটার ও ফেসবুকে তসলিমা নাসরিনের সরোগেসি নিয়ে মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।

এর আগে সেলিব্রিটি দম্পতি নিক-প্রিয়াঙ্কা সরোগেসির মাধ্যমে কন্যা শিশুর জন্ম দিয়েছেন বলে ঘোষণা দেন। শিশুটি ঘোষণা দেওয়ার ১২ সপ্তাহ আগে জন্মগ্রহণ করে।