বিজ্ঞান বক্তা আসিফের ‘ফেসবুক যুগে মহাজাগতিক চিন্তা’
ছবি: সৌজন্য
'ফেসবুক যুগে মহাজাগতিক চিন্তা' শীর্ষক বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশের নন্দিত বিজ্ঞান বক্তা আসিফ।
আগামী ৭ অক্টোবর রাত সাড়ে ৮টায় এমপ্যাথি ন্যাশন ও প্রারণ্য (প্রাণে অরণ্য আনো) এর আয়োজনে তাদের ফেসবুক পেজে হাজির হবেন আসিফ। আগাম রেজিস্ট্রেশনের মাধ্যমে এই আয়োজনে অংশ নেওয়া যাবে।
উল্লেখ্য, সম্মানী দিয়ে বিজ্ঞান বক্তৃতা শোনার বিষয়টি আমাদের দেশে সুপ্রলিত ছিল না। বিজ্ঞান বক্তা আসিফ এটিকে জনপ্রিয় করে তোলেন, গড়ে তোলেন ডিসকাশন প্রজেক্ট বিজ্ঞান চিন্তা প্লাটফর্ম।
'ফেসবুক যুগে মহাজাগতিক চিন্তা' আয়োজনে অংশ নেয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানতে যুক্ত থাকতে হবে নিচের দুটি লিংকে।
https://www.facebook.com/empathy7com
https://www.facebook.com/arts4empathy