ফেসবুক গণতন্ত্রকে দুর্বল ও শিশুদের ক্ষতি করছে: সাবেক কর্মী

By স্টার অনলাইন ডেস্ক
5 October 2021, 20:06 PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গণতন্ত্রকে দুর্বল ও বিভাজিত এবং শিশুদের ক্ষতি করছে বলে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে অভিযোগ করেছেন ফেসবুকেরই সাবেক কর্মী ফ্রান্সেস হাউজেন।

৩৭ বছর বয়সী এই সাবেক প্রোডাক্ট ম্যানেজার ক্যাপিটল হিলের শুনানিতে ফেসবুকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

ফেসবুক অবশ্য জানিয়েছে, মিসেস হাউজেন যে বিষয়ে কথা বলেছেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটির নিয়ন্ত্রণ ও যাচাইয়ের বিষয়ে ক্রমবর্ধমান দাবির মুখে এই অভিযোগটি এসেছে।

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ দশমিক সাত বিলিয়ন। এ ছাড়া, আরও কয়েক লাখ মানুষ তাদের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করে।

তবে, শুরু থেকেই গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়া এবং গুজব ও ভুল তথ্যের বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় সমালোচিত হয়ে আসছে ফেসবুক। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি উভয়েই ফেসবুকের পরিবর্তনের বিষয়ে একমত প্রকাশ করেন। যেটি দেশটির রাজনৈতিক দল দুটির জন্য বিরল ঘটনাও।