প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য শুধু রিসাইক্লিং সমাধান নয়: জরিপ

By স্টার অনলাইন ডেস্ক
14 July 2022, 15:08 PM
UPDATED 14 July 2022, 22:20 PM

প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য রিসাইক্লিং (পুনর্ব্যবহার) কোনো সমাধান নয় বলে জানা গেছে সম্প্রতিক এক গবেষণায়। যুক্তরাজ্যের গৃহস্থালিতে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের বিষয়ে দেশটির সবচেয়ে বড় জরিপকারী সংস্থা 'দ্য বিগ প্লাস্টিক কাউন্ট' এ তথ্য জানিয়েছে। 

জরিপের ফলাফল থেকে সংস্থাটি জানিয়েছে, মোট প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য শুধু রিসাইক্লিং কোনো সমাধান নয়। এ কারণে সমস্যাটি মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। 

জরিপটিতে প্রায় ১ লাখ পরিবারের এক সপ্তাহের ফেলে দেওয়া প্লাস্টিকের ধরন এবং পরিমাণ নথিভুক্ত করা হয়। 

চলতি বছরের মে মাসে এক সপ্তাহ ধরে চালানো জরিপটির ফলাফল থেকে দেখা যায়, অংশগ্রহণকারী পরিবারগুলো প্রতি সপ্তাহে গড়ে ৬৬ পিস প্লাস্টিক ফেলেছে। প্লাস্টিকগুলোর মধ্যে, খাদ্য ও পানীয়ের প্যাকেট ছিল প্রায় ৮৩ শতাংশ এবং যেগুলোর মধ্যে বেশিরভাগই ফল ও শাকসবজির প্যাকেট।

এই পরিসংখ্যান থেকে 'দ্য বিগ প্লাস্টিক কাউন্ট'-এর মতো অন্যান্য সংস্থা যেমন, 'গ্রিনপিস' ও 'এভরিডে প্লাস্টিক' ধারণা করছে, যুক্তরাজ্যে বছরে প্রায় ১০০ বিলিয়ন পিস প্লাস্টিক ফেলা হচ্ছে।'

'গ্রিনপিস' ইউকে-এর ক্যাম্পেইনার ক্রিস থর্ন বলেছেন, 'প্লাস্টিক বর্জ্যের এই পরিমাণ আশ্চর্য্যজনক। রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা এর সমাধান করতে পারি এমন ভান করা ইন্ডাস্ট্রি গ্রিন-ওয়াশের শামিল। আমরা বছরে একশ বিলিয়ন পিস প্লাস্টিক বর্জ্য তৈরি করছি এবং এর বিপরীতে রিসাইক্লিং খুব কমই প্রভাব ফেলছে।'

industrialised.jpg
স্টার ফাইল ছবি

যুক্তরাজ্য সরকার দেশটির বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্যের পরিমাণ সম্পর্কে একটি তথ্য প্রকাশ করে। সেখানে ২০২১ সালের সবশেষ পরিসংখ্যানে যেখানে দেখা যায়, ২ দশমিক ৫ মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক প্যাকেজিং বর্জ্য তৈরি হয়। যার মধ্যে মাত্র ৪৪ দশমিক ২ শতাংশ রিসাইকেলযোগ্য ছিল।

সব ধরনের প্লাস্টিক বাছাই ও পুনর্ব্যবহার সহজ নয়। প্লাস্টিক দাতব্য সংস্থা রিক্যুপ-এর তথ্যমতে, প্লাস্টিক বোতলে ৬১ শতাংশ রিসাইকেলযোগ্য। যেখানে, প্লাস্টিক টবের ৩৬ শতাংশ এবং প্লাস্টিকের ফিল্ম মাত্র ৮ শতাংশ রিসাইকেলযোগ্য।

'দ্য বিগ প্লাস্টিক কাউন্ট'-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেলে দেওয়া অর্ধেকেরও বেশি প্লাস্টিকই হচ্ছে নরম প্লাস্টিক, যেগুলো রিসাইকেল করা বেশ কঠিন। প্রতিবেদনটির পুনরুদ্ধার সংক্রান্ত তথ্যের সঙ্গে তাদের ফলাফলগুলোকে ক্রস-রেফারেন্স শেষে গণনা করে দেখা যায়, যুক্তরাজ্যে প্লাস্টিক বর্জ্যের মাত্র ১২ শতাংশ রিসাইকেল হয়।

'এভরিডে প্লাস্টিক'-এর প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ওয়েব বিবিসিকে বলেছেন, 'রিসাইক্লিং কাজ করে না, আমরা সবাই এটা জানি। যদি আমরা মনে করি, যেভাবে রিসাইকেল করা হচ্ছে আমরা যেভাবে চালিয়ে যাব, তাহলে বিষয়টি আরও ওপর থেকে সমাধান করতে হবে। আমাদের উৎপাদন কমিয়ে আনলে ফেলে দেওয়ার পরিমাণও কমে আসবে।'

২০২১ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী বরিস জনসনও রিসাইক্লিং নিয়ে একদল স্কুল শিক্ষার্থীদের বলেছিলেন, 'রিসাইকেল কাজ করে না এবং এটি কোনো সমাধান নয়।'

তবে, ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের সাসটেইনেবিলিটি পলিসির উপদেষ্টা নাদিয়া ক্যাটেল-আরুটিউনোভা এই জরিপের প্রতিক্রিয়ায় বলেন, 'যুক্তরাজ্যের রিটেইল ইন্ডাস্ট্রি পরিবেশ রক্ষায় প্লাস্টিকের উপাদানের ওপর নির্ভর করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্যাকেজিং হ্রাসের দিকে ঝুঁকছে।

তথ্যসূত্র: বিবিসি


অনুবাদ করেছেন আহমেদ বিন কাদের অনি