নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশের টিম ‘মহাকাশ’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র আয়োজিত 'নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ' একটি বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানে উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ প্রকৌশলীদের তৈরি মহাকাশ অনুসন্ধানের যুগান্তকারী ধারণার প্রতিফলন ঘটে।
এ বছরের প্রতিযোগিতায় ১৬২টি দেশ থেকে ২৮ হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেন। ২৮টি চ্যালেঞ্জ এবং ২ হাজার ৮০০ এর বেশি প্রকল্প এতে অন্তর্ভুক্ত হয়েছে।
এর মধ্যে বাংলাদেশের টিম 'মহাকাশ' 'বেস্ট মিশন কনসেপ্ট' ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।
টিম 'মহাকাশ' এ রয়েছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বার্নিতা বসাক ত্রিশা ও মো. মোমেনুল হক এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমিত চন্দ, সামির ইমতিয়াজ, শিশির কেয়ারী ও আলভি রওনক।
এ বছরে এই চ্যালেঞ্জের থিম ছিল 'ভার্চুয়াল প্ল্যানেটারি এক্সপ্লোরেশন ভার্সন ২.০'। এর জন্য অংশগ্রহণকারীদের জিওলজি টুলের ইন্টারেক্টিভ থ্রিডি মডেল তৈরি করতে হয়েছে, যা মহাকাশচারীরা অন্য গ্রহের উপরি ভাগে অন্বেষণের সময় ব্যবহার করতে পারে।