একদিনে ২৯ বিলিয়ন ডলার হারালেন জাকারবার্গ
শেয়ার বাজারের দরপতনে একদিনে ২৯ বিলিয়ন ডলার হারিয়েছেন মার্ক জাকারবার্গ। শেয়ার বাজারে হতাশাজকনক দরপতনে নিমজ্জিত হয়েছে বৈশ্বিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন।
মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুসারে, এর ফলে মেটার শেয়ার মূল্য ২৬ শতাংশ কমেছে এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের মোট সম্পদ ৮৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
টেক জায়ান্টটির প্রায় ১২ দশমিক ৮ শতাংশের মালিক জাকারবার্গ। যা আগে ফেসবুক নামে পরিচিত ছিল।
জাকারবার্গের একদিনে সবচেয়ে বড় দরপতন এটি এবং এই পরিমান টেসলার শীর্ষ কর্মকর্তা ইলনমাস্কের একদিনের সর্বোচ্চ ২৫ বিলিয়ন ডলারের ক্ষতির পরে রয়েছে।
অ্যাপল ইনকরপোরেশনের প্রাইভেসি পরিবর্তন এবং টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ব্যবহারকারীদের প্রতিযোগিতা বৃদ্ধির বিষয়ে গত বুধবার কোম্পানিটি প্রত্যাশার চেয়ে হতাশাজনক পূর্বাভাস দেওয়ার পর অন্তত ২১টি ব্রোকারেজ মেটায় তাদের প্রাইস টার্গেট কমিয়েছে।
২৯ বিলিয়ন ডলার কমে যাওয়ার পরও জাকারবার্গ ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন, ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং গৌতম আদানির নিচে।