সুন্দরবনের নদীগুলোর প্রাণ ফেরানোর আহ্বান
সুন্দরবন অঞ্চলের নদী ও খালগুলো অপরিকল্পিত শিল্পায়ন, পরিবেশবিরোধী উন্নয়ন কর্মকাণ্ড, দখল ও দূষণে জর্জরিত। সরকারি খালের প্রবাহ সচল রেখে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণসহ সুন্দরবন অঞ্চলের নদী-নালাসহ জীবন্ত সত্ত্বাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বক্তারা।
আজ সকাল সাড়ে ১১টায় মংলার ছিলা বাজার সংলগ্ন পশুর নদীর তীরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর নদী ওয়াটারকিপার্স ও জবা নারী দল আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়।
'জীব বৈচিত্র্যের জন্য নদী' স্লোগানে সুন্দরবন অঞ্চলের নদী ও খাল রক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক, পশুর নদী ওয়াটারকিপার্স মো. নূর আলম শেখের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, হাসিব সরদার, চন্দ্রিকা মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, পশুর নদীতে চলাচলের অযোগ্য নৌ চলাচলের কারণে প্রতিনিয়ত তেল ও কয়লাবাহী জাহাজ ডুবে যাওয়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বাগেরহাটের ভৈরব নদ ও শরণখোলার বলেশ্বর নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করার দাবি জানান তারা।