‘সংরক্ষিত বনাঞ্চলকে হুমকিতে ফেলে লাঠিটিলায় সাফারি পার্ক নয়’

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
16 February 2022, 11:37 AM

মৌলভীবাজারের লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলকে হুমকিতে ফেলে সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

আজ বুধবার সিলেটের একটি কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত 'বিপন্ন লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলসহ বৃহত্তর সিলেটের বন ও জীববৈচিত্র বিষয়ক' গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের (বেন) প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম বলেন, 'মৌলভীবাজারের লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলকে হুমকিতে ফেলে সাফারি পার্ক নির্মাণের প্রকল্প বন্ধ করতে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে বনবিধ্বংসী এ প্রকল্পের বিষয়ে নিরুৎসাহিত করতে হবে।'

তিনি আরও বলেন, 'সরকারের উন্নয়নধারায় জড়িত ব্যক্তিদের মধ্যে প্রকৃতি সচেতনতার অভাব যেমন রয়েছে, তেমনি প্রকল্পবাজির প্রতি তাদের আগ্রহ বেশি। একটি সংরক্ষিত বনাঞ্চলে সাফারি পার্ক করার উদ্ভট চিন্তা তার প্রতিফলন। সাফারি পার্ক প্রকল্পের মাধ্যমে যারা সুবিধা পাবে, তারাই সরকারকে চাপ প্রয়োগ করছে।'

সভাপতির বক্তব্যে বাপার কেন্দ্রীয় সভাপতি সুলতানা কামাল বলেন, 'সম্পদ রক্ষায় আমাদের প্রাণ দেওয়ার ঐতিহ্য আছে। ভাষা সম্পদ রক্ষায় আমরা প্রাণ দিয়েছি ২১ ফেব্রুয়ারিতে। এবার যে কোন সম্পদ রক্ষার প্রয়োজনে প্রাণপণ লড়াই করতে হবে।'

বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, 'লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ব্যর্থতার জন্য শাস্তি না দিয়ে সাফারি পার্ক নির্মাণের প্রকল্প করা হচ্ছে বনাঞ্চল রক্ষার নামে। বনমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত।'

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাথারিয়া হিল রিজার্ভের অন্তর্ভুক্ত লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে পরিবেশবাদীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ করেন।

বৈঠকে সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানানো হয় এবং এ প্রকল্প থেকে দ্রুত সরে আসার আহবান জানানো হয়।

গোলটেবিল বৈঠকের শুরুতে সিলেট বিভাগের বনাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। এরপর লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র নিয়ে একটি গবেষণাধর্মী বক্তব্য উপস্থাপন করেন বন্যপ্রাণী গবেষক ফরহাদ আহসান পাভেল।

তিনি জানান, পাথারিয়া হিল রিজার্ভ বিপন্ন এবং বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী, যেমন বেঙ্গল টাইগার, ভোঁদড়, বনকুকুর, হনুমান, অজগর সাপ, হলুদ পাহাড়ি কচ্ছপ, হাতি ও মদনটাক প্রাণীর বিচরণকেন্দ্র। এই সংরক্ষিত বনাঞ্চলের লাঠিটিলায় সাফারি পার্ক হলে এসব প্রাণীর অস্তিত্ব হুমকিতে পড়বে।