রাস্তা উন্নয়নে ১ হাজারেরও বেশি গাছ কাটার পরিকল্পনা সওজের

সঞ্জয় কুমার বড়ুয়া
সঞ্জয় কুমার বড়ুয়া
20 September 2021, 15:04 PM
UPDATED 20 September 2021, 21:13 PM

চট্টগ্রামে রাস্তার উন্নয়নের নামে সম্প্রতি ১ হাজারেরও বেশি গাছ কাটার জন্য চিহ্নিত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। পটিয়া উপজেলার বাদামতল থেকে কর্ণফুলী উপজেলার ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশের এ গাছগুলোকে কাটার জন্য চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম সওজের বৃক্ষ পালন বিভাগের শাখা কর্মকর্তা রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা রাস্তার উন্নয়নের জন্য সম্প্রতি ১ হাজার ৮৪টি গাছ কাটার জন্য চিহ্নিত করেছি।'

'এর মধ্যে বেশিরভাগই রেইন ট্রি,' রফিকুল বলেন।

untitled_design_-_2021-09-20t210338.631.jpg
কাঁটার জন্য ১ হাজার ৮৪টি গাছকে এভাবে চিহ্নিত করা হয়েছে। ছবি: স্টার

পরিবেশবিদ ও স্থানীয়দের মতে, এই গাছগুলো ওই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং গাছগুলো কেটে ফেললে সেখানকার ইকো সিস্টেম ব্যাহত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তড়িৎ কুমার বল বলেন, 'এই গাছগুলো একটি কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে এবং তারা প্রচুর পরিমাণে কার্বন জমা করতে পারে।'

তিনি বলেন, 'যদি একসঙ্গে এতগুলো গাছ কাটা হয়, তবে সেখানকার জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।'

'গাছগুলোর পাতায় জমে বাতাসে ধুলো কমে,' যোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে চট্টগ্রামের দোহাজারী এলাকায় সওজের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (পিএমপি) আওতায় আমরা বাদামতল থেকে ক্রসিং পর্যন্ত সড়ককে উন্নত করছি।'

তিনি আরও বলেন, সাড়ে ৬ কিলোমিটার এই সড়কের জন্য আমাদের প্রায় ৩৫ কোটি টাকা খরচ হবে।'

'রাস্তার উন্নয়নের জন্য আমাদেরকে এই গাছগুলো কাটতে হচ্ছে,' বলেন তিনি।