ফরিদপুরে ২টি তালগাছ কাটায় চেয়ারম্যানের ছেলেকে এক হাজার টাকা জরিমানা

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
12 October 2021, 11:25 AM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি জায়গা থেকে প্রায় ৫০ বছর বয়সী ২টি তালগাছ কাটায় ইউপি চেয়ারম্যানের ছেলেকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান মোল্লার ছেলে মো. হুমায়ুন কবিরকে এই জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের রামনগর মৌজার রামনগর মাঠের সরকারি জায়গা থেকে ৪টি তালগাছ কাটার উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমান মোল্লা। ২টি গাছ কাটার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাছ কাটা বন্ধ করে দেন।

গাছ কাটার ৮ ঘণ্টা পর সরকারি জায়গার গাছ কাটার অপরাধ স্বীকার করে গাছের টুকরোগুলো ফেরত দেন হুমায়ুন কবির।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারি গাছ কাটার অপরাধ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৮৩ ধারায় ইউপি চেয়ারম্যানের ছেলে হুমায়ুন কবিরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং গাছের টুকরোগুলো জব্দ করা হয়েছে।'