পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে ১ হাজার গাছের চারা

By নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর
1 January 2022, 15:51 PM
UPDATED 1 January 2022, 22:11 PM

চাঁদপুরে বাড়িঘরসহ শহরের বিভিন্ন স্থানে থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে ১ হাজার গাছের চারা দিয়েছে শিক্ষার্থীদের সংগঠন 'পূর্ণয়'।

আজ শনিবার চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনটি এই ব্যতিক্রমী আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

পূর্নয়ের সভাপতি পৃথ্বীরাজ দত্ত বলেন, 'আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর রাখা এবং গাছ লাগাতে উৎসাহিত করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই, সবাই যার যার অবস্থান থেকে আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি করে গাছ লাগাবে।'