ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর সুটকি নদীর নামজারি আদেশ স্থগিত
দ্য ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রকাশের পর অস্তিত্বহীন ইয়াহিয়া ফিশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের নামে সুটকি নদী নামজারির আদেশ স্থগিত করেছেন হবিগঞ্জ জেলা জজ আদালত।
এর আগে গত ১৪ ডিসেম্বর হবিগঞ্জের যুগ্ম জেলা জজ মিথিলা ইসলাম সুটকি নদীতে ইয়াহিয়া ফিশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের নামে ২৪২ একর জমি রেজিস্ট্রি করার নির্দেশ দিয়েছিলেন। অন্যথায় জেলা ও উপজেলা প্রশাসনের সাবেক ও বর্তমান ৬ কর্মকর্তাকে ৩ মাস সিভিল জেলে আটক রাখার নির্দেশ দেন আদালত।
গত ১৬ মার্চ দ্য ডেইলি স্টার পত্রিকায় 'নদীর মালিক যখন একটি পরিবার' শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এবং পরদিন সম্পাদকীয়, মাল্টিমিডিয়া ও বাংলায় প্রকাশিত হলে জনমনে প্রশ্ন তৈরি হয়।
পরে ২১ মার্চ জেলা প্রশাসনের পক্ষে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিভিশন মামলা করেন। একইসঙ্গে নিম্ন আদালতের আদেশ স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আবেদনের শুনানি শেষে জেলা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম মামলার শুনানি ৪ জুলাই পর্যন্ত মুলতবি করেন।
সরকারি আইনজীবী আফিল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি প্রাকৃতিক নদী নিয়ে রাজনীতি চলছে। পুরো গল্পটি খুব উচ্চ স্তরে দুর্নীতির ছোবল, যা সমাধানে পৌঁছানো কঠিন করে তুলছে। আমি আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন সুটকির আইনি পরিচয় ফিরিয়ে দিতে হস্তক্ষেপ করবে। একটি পরিবারের লোভ ও দুর্নীতির কাছে একটি নদীকে জিম্মি করে রাখা উচিত নয়।'
'দ্য ডেইলি স্টারে খবর প্রকাশিত হওয়ার পরই প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ করে এবং আদালত তার আদেশ স্থগিত করে,' যোগ করেন তিনি।
