চট্টগ্রামে পাহাড় কাটায় ৪ জনের ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

By স্টার অনলাইন রিপোর্ট
8 August 2021, 10:36 AM

বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় চার জনকে ছয় লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রামের খুলশিতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানির পর এই জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটার জন্য চার জনকে জরিমানা করা হয়েছে। তারা হলেন- উত্তর কাট্টলী এলাকার নুরুল আলম, কোতোয়ালির আমিনা বেগম, পাহাড়তলির সাবিনা বেগম ও লালখান বাজারের বাসিন্দা জাহিদুল ইসলাম।

তাদেরকে জরিমানার টাকা আগামী সাত দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।