কুষ্টিয়ায় বনবিড়ালের ৫ ছানা উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
11 January 2022, 04:06 AM
UPDATED 11 January 2022, 10:12 AM

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে বিলুপ্তপ্রায় বনবিড়ালের ৫ ছানা উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে ছানাগুলো উদ্ধার করা হয়।

এদের মধ্যে ২টি ছানা জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৩টি অনেক ছোট হওয়ায় তাদের আরও একটু যত্ন শেষে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)'র কর্মীরা কুষ্টিয়ার বন বিভাগ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছানাগুলো অবমুক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৮ জানুয়ারি রাতে কুমারখালী উপজেলার বাঁশগ্রাম এলাকার শালঘর মধুয়া গ্রামে স্থানীয়রা বিরল প্রজাতির বনবিড়ালের ৫ ছানা দেখতে পেয়ে সেগুলো ধরে ফেলে। পরে ঐ এলাকার ৩ যুবক ছানাগুলো উদ্ধার করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমকে সংবাদ দেয়।

গতকাল বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ কুষ্টিয়ার যৌথ উদ্যোগে বনবিড়ালের ছানাগুলো উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে ৫টি ছানার মধ্যে ২টিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। অন্য ৩টি ছানাকে একটু বড় করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেসময় কুষ্টিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া শাখার শাহাবউদ্দিন মিলন, পাখি গবেষক এস আই সোহেল, পরিবেশকর্মী নাব্বির আল নাফিজসহ কুষ্টিয়ায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।