ইংল্যান্ডে পাওয়া গেল ৩২৬ মিলিয়ন বছর আগের দৈত্যাকার মিলিপিডের জীবাশ্ম

By স্টার অনলাইন ডেস্ক
21 December 2021, 06:42 AM
UPDATED 21 December 2021, 12:48 PM

ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নর্থাম্বারল্যান্ড কাউন্টির এক সমুদ্র সৈকতে ঘটনাচক্রে এ যাবতকালের সর্ববৃহৎ দৈত্যাকার মিলিপিডের (বহুপদী বা কেন্নো) জীবাশ্ম খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।

আজ মঙ্গলবার বিবিসি জানায়, আর্থ্রোপ্লেওরা নামে পরিচিত প্রাণীটি ৮ ফুটের বেশি লম্বা ছিল বলে ধারণা করা হচ্ছে। এর ওজন ছিল প্রায় ৫০ কেজি।

২০১৮ সালে হাউইক উপসাগরের সৈকতে একটি বেলেপাথরের ব্লক ধসে পড়লে জীবাশ্মের একাংশ প্রথম নজরে আসে।

আগামী বছর জীবাশ্মটি ক্যামব্রিজের সেডগউইক মিউজিয়ামে প্রদর্শিত হবে।

ক্যামব্রিজের আর্থ সায়েন্সেস বিভাগের ডা. নিল ডেভিস, যিনি ৭৫ সেন্টিমিটারের জীবাশ্মটি পরীক্ষা-নিরীক্ষা করছেন, তিনি বলেন, 'এটি সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত এক সাফল্য।'

'সৈকতের বেলেপাথরের অংশটি পুরোপুরিভাবে ভেঙে পড়লে জীবাশ্মটি দৃশ্যমান হয় এবং আমাদের সাবেক এক পিএইচডির ছাত্র সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তা দেখতে পায়', বলেন তিনি।

এসব দৈত্যাকার প্রাণী ৩২৬ মিলিয়ন বছর আগে ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে বসবাস করতো। সেসময় ওই অঞ্চলে এখনকার তুলনায় অনেক বেশি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু ছিল।

জিওলজিক্যাল সোসাইটির জার্নালে এ বিষয়ে ইতোমধ্যে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।