আন্তর্জাতিক ডলফিন দিবসে হালদায় মৃত ডলফিন
ছবি: সংগৃহীত
বিপন্ন প্রজাতি সংরক্ষণে আন্তর্জাতিক ডলফিন দিবসের দিনে চট্টগ্রামের হালদা নদীতে ভেসে এলো একটি মৃত ডলফিন।
আজ রোববার সকালে হালদা নদীর গড়দুয়ারা এলাকায় মরদেহটি ভাসতে দেখা যায়।
বিশিষ্ট হালদা গবেষক মনজুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ডলফিনের শরীরে আঘাতের গভীর ক্ষত ছিল এবং কেউ হয়তো এটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
এটি নিয়ে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত হালদায় ৩২টি মৃত ডলফিন পাওয়া গেল।
হুমকিতে থাকা স্তন্যপায়ী প্রাণীটির সমস্ত প্রজাতিকে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বিপন্নের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।